এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি:
আলিম পরীক্ষার ফলাফলে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে এ বিদ্যাপিঠ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এবারের আলিম পরীক্ষায় মাদরাসাটির পাসের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ। বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে ২৬২ জন কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ১০৭ জন, এ গ্রেড পেয়েছেন ১০৩ জন এবং বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদের বলেন, ‘যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি অনার্স–মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।’ অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘আলিম পরীক্ষায় এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি আল্লাহর অশেষ রহমত। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবার পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।’
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, সাফল্যের এই ধারাবাহিকতার পেছনে রয়েছে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা। রাজনীতিমুক্ত পরিবেশ, সেমিস্টার পদ্ধতিতে নিয়মিত পরীক্ষা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, ক্লাস টেস্ট ও টিউটর শিক্ষক ব্যবস্থা, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি এবং অভিভাবক সম্মেলনসহ নানামুখী শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়নই মূলত ভালো ফলাফলের প্রধান কারণ। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই।
এই বাংলা/এমএস
টপিক