::: যুক্তরাষ্ট্র প্রতিনিধি :::
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বিশ্বব্যাংক সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র মানববন্ধনে আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা। দুই দলের সমর্থকদের একে অপরকে কিল-ঘুশি দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দুই দলের পাঁচ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
বিএনপি নেতারা জানান, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটনে মানববন্ধন ও মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। আওয়ামী লীগের সমর্থকদের বাধার মুখেও বিশ্ব ব্যাংক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।বিএনপির অবস্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের পাহারায় পিছু হটে যায়। মানববন্ধনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান বিএনপির নেতাকর্মিরা। একইসাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল মামলা থেকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিকরা জানান, এ সময় বিশ্বব্যাংক কার্যালয়ের মূল ফটকের ঠিক মুখোমুখি বিএনপির নেতা কর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি সালেহ আহমদ মানিক এবং নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফারুকের নেতৃত্বে মানববন্ধনে যোগ দেন সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ সম্রাট। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, মোহাম্মদ হোসেন কচি, ওমর ফারুক, মহিন আহমেদ, আব্দুল মাবুদ সম্রাট, মাহবুবুর রহমান, আব্দুর রহমান, সোহেল হোসেন, আশরাফুল হাসান, ইকবাল হোসেন, নাজমুল হাসান নিপুন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহ, মোশাররফ হোসেন, এইচ এম মনির, মোহাম্মদ হাসান কবীর রিপন, মোহাম্মদ ইউনুস, জাকারিয়া পিন্টু।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা জানান, দেশের সুনাম বিনস্টকারীদের প্রতিহত করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলো। বিএনপির সমর্থকরা প্রধানমন্ত্রীর কাছাকাছি এসে অশ্লীল শ্লোগান দিতে থাকলে হাতাহাতির ঘটনা ঘটে।
এইবাংলা / হিমেল