::: নেওয়াজ তুহিন :::
চান্দগাঁও বোয়ালখালীর উপ নির্বাচনে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বিজয় লাভ করেছেন। ১৯০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বিজয়ী হলেন৷
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে আটটায় এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান নির্বাচনে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামি ফ্রন্টের স উ ম আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
দিনভর ভোটারের অনুপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ-চান্দগাঁও এলাকার সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন পুরুষ; দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী ভোটার। মোট ভোটারদের এক লাখ ৮৭ হাজার ৯০২ জনের বসবাস বোয়ালখালী অংশে; বাকি তিন লাখ ১৯ হাজার ৭৫০ জন নগরীর ভোটার।এই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ গত ৭ ফেব্রুয়ারি মারা গেলে শূন্য হয় আসনটি। উপ নির্বাচনে বিজয়ী হবার মধ্য দিয়ে প্রয়াত সাংসদ মোসলেম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন নোমান আল মাহমুদ।
এইবাংলা /তুহিন