Site icon দৈনিক এই বাংলা

ব্রিটিশ হাইকমিশনারের সাথে জিএম কাদেরের সাক্ষাৎ

::: নিজস্ব প্রতিবেদক :::

বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাপার পক্ষ থেকে জানানো হয়েছে , ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা।

এ সময় রবার্ট ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান।

রবার্ট ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

Exit mobile version