Site icon দৈনিক এই বাংলা

প্রতিপক্ষের হামলায় গেলো মা-ছেলের প্রাণ

::: আনোয়ারা প্রতিনিধি :::

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন হোসনেয়ারা বেগম (৪৫) ও তার ছেলে মোহাম্মদ পারভেজ (৩১)। হোসনে আরা তৈয়ব আহমদের স্ত্রী। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন একই পরিবারের মোহাম্মদ আরজু (২২) এবং মোহাম্মদ সিফাত (১৫)। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ  বলেন, চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশীর হামলায় মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বলেন, কর্ণফুলীতে জায়গা-জমির বিরোধের জেরে হামলা গুরুতর আহত অবস্থায় এক নারীসহ চারজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন সম্পর্কে মা-ছেলে। অপর দুজন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এইবাংলা / তুহিন

Exit mobile version