Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইত্যাদি এবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে

অনলাইন ডেস্ক : নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে...
Homeপ্রকৃতি ও পরিবেশনকলায় ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নকলায় ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হেলাল উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা কমসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক সবজীর বীজ বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের জন্য ৯ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ বিতরন করা হয়। এছাড়া ৪০৫ জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার যেকোন এক প্যাকেট বীজ এবং ১০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক