Site icon দৈনিক এই বাংলা

হাটহাজারীতে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করলেন চিত্রনায়ক রুবেল

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি ::

চট্টগ্রামের হাটহাজারীতে কারাতে ও শেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মার্শাল আর্টের কিংবদন্তি কিশোর কিশোরী কারাতে ক্লাবের প্রধান সমন্বয়কারী চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, আত্মরক্ষা, নিয়মানুবর্তিতা, সংযম, ধৈর্য বৃদ্ধি একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিতে সাহায্য করে কারাতে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেক ছেলে-মেয়েকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া দরকার। এর মাধ্যমে নিজের আত্মরক্ষায় নিজেই ভূমিকা নিতে পারে মাদক ইভটিজিং ও সমাজের অবক্ষয় রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি এবছর মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কিশোর কিশোরী কারাতে ক্লাব চট্টগ্রাম বিভাগের প্রধান কোচ প্রফেসর অজয় দে। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুল আলিম, আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর ও বিদ্যালয়ের দাতা সদস্য উত্তম কুমার দাশ।

এসময় ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কিশোর-কিশোরীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন মার্শাল আর্ট প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

Exit mobile version