Site icon দৈনিক এই বাংলা

বিদেশ নাটক অবৈধভাবে মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি করবে – আকবর হায়দার মুন্না

::: নিজস্ব প্রতিবেদক :::

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশের অনেক মানুষ ভাগ্য পরিবর্তনে পাড়ি জমিয়েছেন। তবে ভাগ্য পরিবর্তনের আসায় বিদেশ পাড়ি জমানো সবসময় সুখকর হয়ে উঠে না। উচ্চবিলাসী জীবন লাভের জন্য দালাল অথবা পাচার চক্রের মধ্যে ধরা পরে। ইউরোপে নৌপথে অবৈধভাবে প্রবেশের শীর্ষে আছেন বাংলাদেশিরা। অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের কাছে নৌ পথ মৃত্যুকূপ। পরিচালক কাজল আরেফীন অমি বিদেশ নাটকে সুন্দর চিত্র কল্পে কল্পিত চর্চার মাধ্যমে তুলে ধরেছেন।

গল্পে গ্রামের সহজ সরল মানুষ একটু ভালো জীবনের আশায় কিভাবে প্রতারিত হয় এবং তারা ভাগ্য পরিবর্তনের আসায় জীবনকে কিভাবে দালাল চক্রের কাছে সপে দেয়। এ বিষয়টা নাটকের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

দালালদের খপ্পরে পরে সহজ সরল মানুষ সর্বশান্ত হওয়ার বিষয়টি তুলে আনার চেষ্টা করা হয়েছে।
নাটকে নদী পথে ড্রামে করে আমেরিকায় পাড়ি দেয়ার চরিত্র শুধু নাটকে সীমাবদ্ধ নয়। এটি সমগ্র বাংলাদেশের অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ার চিত্র।বিদেশ নাটকটি আমার প্রযোজনায় ঈদে প্রচার হবে। নাটকটি অবৈধভাবে মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি করবে আশা করছি।

আমার প্রযোজিত অনেক নাটক ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। ইতোমধ্যে অনেক নাটক সাড়া ফেলেছে, পুরস্কারও লাভ করেছে।

অপরুপ সৌন্দর্যের লীলাভূমি প্রিয় মাতৃভূমি সন্দ্বীপ। সন্দ্বীপে ইতোপূর্বে মেইনস্ট্রিমের কোন নাটকের শুটিং হয়নি। আমার অনেক দিনের ইচ্ছের প্রতিফলন হয়েছে সন্দ্বীপে সময়ের জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট টিম দিয়ে নাটক বানানোর মাধ্যমে। সপ্তাহ ব্যাপী পুরো নাটকের দৃশ্য সন্দ্বীপে শুটিং হয়েছে। সন্দ্বীপের বিভিন্ন স্পট বিশেষ করে নিশি হ্যাচারিজ (ইসলাম সাহেবের খামার), স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল, নুর ভিলা, মন্নান ভিলা, রহমতপুর সী বিচ, সন্দ্বীপ চ্যানেল, আমাদের পুরাতন বাড়ীতে শুটিং হয়েছে। আমার বিশ্বাস বিদেশ নাটকের চিত্র ধারণ সন্দ্বীপের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদেশ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা লাম। দর্শককে ভালো একটি নাটক উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি দর্শকের নাটকটি ভালো লাগবে।

নাটকের শুটিং অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে৷ আমি ধন্যবাদ জানাতে চাই শুটিং স্পটে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী, সেচ্ছাসেবকসহ সংশিষ্ট সকলকে।

এইবাংলা/হিমেল

Exit mobile version