Site icon দৈনিক এই বাংলা

টেকনাফে ডিএনসি’র উদ্যোগে মৎস্যজীবিদের নিয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

:::মোঃ আলমগীর, টেকনাফ (কক্সবাজার) :::

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন (ডিএনসি) এর উদ্যোগে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় জাতীয় মৎস্যজীবি সমিতির পৌর শাখার কার্যালয়ের হলরুমে এই মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের সূরা বাকারা, সূরা মায়েদা এবং হাদিসের উদ্ধৃতিতে মদ/মাদকের অপব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং উপপরিদর্শক গোপাল কৃষ্ণ সাহা মাদক অপব্যবহারের অপূরণীয় ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সিয়াম সাধনার এ মাসে ধর্মীয় পবিত্রতা রক্ষা করে জীবন গঠনের জন্য জেলে/ মৎস্যজীবি সম্প্রদায়ের কাছে আহ্বান জানানো হয়।

এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় মৎসজীবি সমিতির টেকনাফ পৌর শাখার সভাপতি ও পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলমগীর, টেকনাফ পৌর শাখার সহ-সভাপতি মোঃ ইউসুফ কালু ও টেকনাফ পৌর ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান কালা, পৌর ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাজ্বী নুর হোছন, সাধারণ সম্পাদক লাল জোহার হলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Exit mobile version