::: নিজস্ব সংবাদদাতা বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে জমির উদ্দীন নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও আটক করা হয়। অপরদিকে পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজ সংলগ্ন প্রধান সড়কে থানা পুলিশের নিয়মিত তল্লাসী চৌকিতে দুই হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যান্য আটককৃত আসামিরা হলেন শিশু বলাৎকারের অভিযোগে গ্রেফতার সরল ইউপির জাহাঙ্গীর আলম, জিআর পরোয়ানাভুক্ত আসামি নুরুল আবছার, মাছুমা খাতুন, জসীম উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ ইসমাইল, জামাল উদ্দীন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মহিউদ্দিন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এইবাংলা / তুহিন