Site icon দৈনিক এই বাংলা

রাঙামাটির সরকারী দুই অফিসে প্রতীকী ব্লাক আউট পালন

::: মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি :::

সারাদেশের ন্যায় রাঙামাটিতেও নিজ উদ্যোগে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যলয় ও রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা পরিসংখ্যান ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শনিবার (২৫ মার্চ) রাত ১০:০১ মিনিট থেকে ১০:৩১ মিনিটের মধ্যে এক মিনিটের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ রেখে প্রতীকী  ব্লাকআউট কর্মসূচী পালনের মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করেছে সরকারী এই দুইটি অফিস।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যলয় ও রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা পরিসংখ্যান ইনস্টিটিউটে রাত ১০:০১ মিনিটে প্রতীকী ব্লাকআউট পালন করে। এতে জেলায় গণহত্যা দিবসের রাতে কোনও আলোকসজ্জা করা হয়নি।

১৯৭১ সালে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী । ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু করে গণহত্যা।এই গণহত্যায় এক রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী । এই কালরাত্রিতে গণহত্যায় শহীদের স্বরণ ১মিনিট ব্লাকআউট পালন করে বাঙালী জাতি।

এইবাংলা/হিমেল

Exit mobile version