Site icon দৈনিক এই বাংলা

ফটিকছড়ির দাঁতমারায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে হত্যা

::: ফটিকছড়ি প্রতিনিধি :::

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মাসুদ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  শনিবার (২৫ মার্চ) রাতে তারাবির নামাজের পর বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী আকতারের সাথে নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা আকতারের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।  সুত্রমতে,  নিহত মাসুদ ইউছুফ আলী মেম্বারের সমর্থক।

ভূজপুর থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, দাঁতমারার  বালুটিলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এবং কেন এই হত্যা সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ‘

পারিবারিক পূর্ব বিরোধের জের এবং ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে  ফটিকছড়ি’র ভুজপুর থানার দাঁতমারা ইউপির ইসলামপুর গ্রামে গেল ফেব্রুয়ারি মাসেও এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছিলো। ১৪ ফেব্রুয়ারি এমন নারকীয় হত্যাকাণ্ডের এক মাস পরে আরেকজন খুন হলো।

Exit mobile version