Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম -৮ আসনে মনোনয়ন পেলেন নোমান আল মাহমুদ

::: নিজস্ব প্রতিবেদক :::

বোয়ালখালি- চান্দগাঁও আসনের ( চট্টগ্রাম ৮) উপ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে উপ নির্বাচনে  দলের  মনোনয়ন দেয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

মোছলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আব্দুচ ছালামসহ ২৭ জন ছিলেন মনোনয়নের প্রত্যাশায়। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে।

শনিবার সকালে গণভবনে বোর্ডের বৈঠকে চট্টগ্রাম-৮ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া  জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী হিসেবে নোমান আল মাহমুদকে চূড়ান্ত করা হয়েছে।”

নোমান চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক। প্রায় পাঁচ দশক ধরে তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত।

চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত দুই সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল এবং মোছলেম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন নোমান।

মনোনয়ন পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোমান  বলেন, “এই মাত্র আমি খবর পেয়েছি। এটা তৃণমূলের কর্মীদের প্রাপ্তি। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার মূল্যায়ন করেছেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি কৃতজ্ঞ।”

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর এবং বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন চট্টগ্রাম-৮।

এ আসনের দুই বারের এমপি জাসদের নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান। বাদল জোট শরিক আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করতেন। পরবর্তীতে মোসলেম উদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে।বিজয়ী হন। তার মৃত্যুতে এই আসনটি আবারও শুন্য হয়।

আগামী ২৭ এপ্রিল বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম-৮) এলাকায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এইবাংলা/হিমেল

Exit mobile version