মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পর্যন্ত রেলপথ চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ইবি ছাত্রদল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সংগঠনের নেতারা দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করে থাকে। মহাসড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে ক্যাম্পাসের যানবাহন। এমন অবস্থায় দ্রুত এ সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্মারকলিপি গ্রহণকালে ড. এম এয়াকুব আলী বলেন, “মাননীয় ভাইস চ্যান্সেলর এখন বিদেশে আছেন। তিনি যখন ফেরত আসবেন আসার সাথে সাথে ওনার সৌজন্য সাক্ষাতের আগেই আমি এই ব্যাপারটা ওনার কাছে জানাবো। আমরা এটাতে গুরুত্ব দেব এবং ব্যক্তিগতভাবে মাননীয় ভাইস চ্যান্সেলর উপস্থিত হলেই আমি ওনাকে খুব শক্তভাবে রিকোয়েস্ট করবো-যাতে এই দাবিগুলো বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া যায়।”
এই বাংলা/এমএস
টপিক