Site icon দৈনিক এই বাংলা

দুবাই ফেরত যাত্রীর কাছে মিলেছে ২০ পিচ স্বর্ণের বার

::: নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক প্রবাসী বিমানযাত্রীর কাছ থেকে ২০ পিস স্বর্ণের বার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের চেকপোস্ট থেকে আটক করা হয়।ওই যাত্রীর পেটের ভেতর আরও ৮ পিস স্বর্ণের বার রয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে বলে জানা গেছে। দুপুরে সংবাদ সসেম্মলনে স্বর্ণ আটকের বিষয়ে বিস্তারিত জানাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Exit mobile version