Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বকশীগঞ্জে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

সুমন মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে  আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস পালিত হয়েছে । দৈনিক এই বাংলার...
Homeরাজনীতিঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। আজ কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা গোলাম আজম সৈকত।

তিনি অভিযোগ করেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনে আমি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল ও তার দলবল রাজাপুর উপজেলার সোনালি মোড় নামক স্থানে আমার উপরে হামলা চালায়।

এ হামলায় আমার ১০ জন নেতাকর্মী আহত হয়। তারা অনেকেই এখন ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিছলু সিকদার, মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ খাইরুল আমিন খোকন, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেকে।

এই বাংলা/এমএস

টপিক