Site icon দৈনিক এই বাংলা

নাটোরের নলডাঙ্গা পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ

::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের নলডাঙ্গা় পৌর কাউন্সিলরের বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রাতে ভুক্তভোগী নারীর স্বামী আলমগীর হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকালে অভিযুক্ত কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি পশ্চিম সোনাপাতিল এলাকায় স্ত্রীর অনুপস্থিতে ওই নারীকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয় এবং শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করে। এসময় ঐ নারী কৌশলে পালিয়ে যায়।  পরে ঐ নারী তার স্বামীকে সব খুলে বলে। বিষয়টি জানার পর রবিবার রাতেই স্বামী আলমগীর হোসেন বাদি হয়ে থানায় কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আবু বক্কর (৪৫) নলডাঙ্গা পৌরসভার ১নং(আড়ীয়াপাড়া – হলুদঘর) ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত আমির হোসেনের ছেলে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

Exit mobile version