Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :   সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময়...
Homeদেশগ্রামচরভদ্রাসন পাইলট হাই স্কুলে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চরভদ্রাসন পাইলট হাই স্কুলে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুলে রোববার সকালে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন। এ টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান শিকদার ও শিরিন সুলতানা প্রমূখ।

জানা যায়, এ টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোরকে একটি করে প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

ফলে আগামী ৫ বছর পর্যন্ত টিকা গ্রহনকারী শিশু কিশোররা টাইফয়েড ঝুঁকি মুক্ত থাকবেন। উদ্বোধনী দিনে উপজেলার চারটি স্কুলের মোট ১১৩০ জন শিক্ষার্থীর মাঝে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হয়।

আগামী এক মাস ব্যাপী উপজেলা জুড়ে পালাক্রমে প্রায় ১৭৮১১ জন শিশু কিশোরকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

 

এই বাংলা/এমএস

 

টপিক