Site icon দৈনিক এই বাংলা

পাবনার সাঁথিয়ার পুজামন্ডপ পরিদর্শন করছেন যুবনেতা জাহাঙ্গীর

প্রতকিী ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজায় পাবনার সাঁথিয়ার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসাইন। তিনি পাবনা -১ (সাঁথিয়া-বেড়া) নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। চব্বিশের গণঅভ্যুত্থানের পর নিয়মিত নিজ নির্বাচনী এলাকায় নানান সামাজিক-সেবামূলক কর্মসূচী চালিয়ে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে সাঁথিয়া পৌর যুবদল আহ্বায়ক এসএম মাসুদ রহমান,৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আফছার আলী, পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম সেলিম, জাসাস নেতা মো. মিজানুর রহমান ফুল, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সজিব মাস্টার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হকসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং  পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। সেই সাথে সরদার এম জাহাঙ্গীর হোসাইন তার ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা মন্ডপ গুলো পরিদর্শনকালে যুবদল নেতা জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

Exit mobile version