Site icon দৈনিক এই বাংলা

নাটোরে টাইফয়েড টিকাদান উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস জেলা স্কাউট, এবং গার্ল গাইডস সদস্যদের জন্যে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আকান্ত হয়। আক্রান্তদের মধ্যে আট হাজার মানুষ মারা যায়। সরকার বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করতে যাচ্ছে।

এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষক এবং অভিভাবকদের উচিৎ, চলমান নিবন্ধন প্রক্রিয়ায় শিশুদের অন্তর্ভূক্ত করে আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু ও কিশোরদের এই টিকা দেওয়া যাবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জান্নাতুল ফেরদোস, গণযোগাযোগ অধিদপ্তরের উপ পরিচালক গাজী শরিফা ইয়াসমিন, জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, জেলা
গার্ল গাইডস কমিশনার কামরুন নাহার প্রমুখ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আওয়াল ।

Exit mobile version