Site icon দৈনিক এই বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফাইল ফুটেজ

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি :

আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও বিজয়া দশমী উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যুব সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাবু অরুন চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক বাবু অরুণ চন্দ্র মল্লিক। সভা পরিচালনায় ছিলেন বাবু লিটন চন্দ্র ঘোষ।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজিমদ্দিন ফকির, সদস্য সচিব জনাব রকিবুল হাসান রকিব, সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন সরদার এবং ১নং যুগ্ম আহ্বায়ক এডভোকেট মহিদুল ইসলাম নয়ন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভাপতি বাবু অরুন চন্দ্র দাস বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। সকল ধর্মের মানুষের সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও আনন্দঘন পূজা উদযাপন করতে চাই।”

সভায় সর্বসম্মতিক্রমে পূজা উদযাপনকালীন সার্বিক সহযোগিতার জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Exit mobile version