Site icon দৈনিক এই বাংলা

‎বাহুবলে চা বাগানে গাঁজার জেরে হত্যাকাণ্ড, অভিযুক্ত বাবা-ছেলে আটক ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাঁজা সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত লিটন ভৌমিক ওই এলাকার মৃত আল্লাদ ভৌমিকের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকে কেন্দ্র করে লিটন ভৌমিকের সঙ্গে তার প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভিষুন রবিদাস হাতে থাকা দা দিয়ে লিটনের বুকের বাম পাশে কোপ দেন। এতে ঘটনাস্থলেই লিটন গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযান পরিচালনা করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ন রবিদাসকে আটক করা হয়। হত্যায় ব্যবহৃত দা-টিও উদ্ধার করে পুলিশ।

‎বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, গাঁজা সেবন নিয়ে ব্যক্তিগত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

‎নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


Exit mobile version