সেলিম রেজা
নীলফামারী: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে নীলফামারীতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম।
গণসমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ ও দুর্নীতি আরও বাড়বে। তারা অন্তর্বর্তী সরকারের কাছে আগামী নির্বাচন এই পদ্ধতিতে আয়োজনের দাবি জানান। হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এই এলাকার উন্নয়নে কাজ করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী নুরুল আলম বিশ্বাসসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা নির্বাচনী প্রচারণাও চালান।