Site icon দৈনিক এই বাংলা

‎নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি দিলাল গ্রেফতার ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক ছাব্বির মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতার হওয়া ব্যক্তির নাম দিলাল মিয়া (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের বাসিন্দা এবং ইশাদ উল্লার পুত্র। এই মামলায় তিনি ৩৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

‎মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দিলালকে গ্রেফতার করেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই মামলার ৫ নম্বর আসামি জোবায়েরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলো।

‎এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎কী ঘটেছিল ২ সেপ্টেম্বর?

‎গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া এবং ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর এলাকার সিএনজি ও টমটম চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া। পরদিন নিহতের বড় ভাই আবুল হোসেন নবীগঞ্জ থানায় ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Exit mobile version