Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বাস ও ট্রাকে তল্লাশী ১৭৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার – ৪

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে বাস ও ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট পরিচলনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু’র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। এসময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাসির এক পর্যায়ে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। একই সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version