Site icon দৈনিক এই বাংলা

খালেদা জিয়া আশ্রয় না দিলে -আওয়ামী লীগ জামায়াতকে নিশ্চিহ্ন করে দিত-টিপু

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক ও নাটোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “খালেদা জিয়া যদি তার আচলের নিচে জামায়াত ইসলামকে আশ্রয়-প্রশ্রয় না দিতেন, তবে আওয়ামীলীগ তাদের অনেক আগেই নিশ্চিহ্ন করে দিত।

বিএনপি সব সময় প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে অন্যদের বাঁচিয়েছে, রক্ষা করেছে। তাই খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটুপাড়া এলাকায় এক সভায় তিনি এ কথা বলেন।

টিপু আরও বলেন, “আমার নেতা খালেদা জিয়া ও তারেক রহমান কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না। তারা সবসময় মানুষের উপকার করেছেন। আমরা সংঘাত চাই না, চাই জনগণের ঐক্য। এই ঐক্যের শক্তিতেই আমরা বিজয়ী হবো। কোনও ষড়যন্ত্রই আমাদের দমাতে পারবে না।

তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগ ১৭ বছর ধরে বিএনপির নেতা কর্মীদের জেলে দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে কিন্তু বিএনপিকে দমাতে পারেনি। বিএনপি সব দলকে রক্ষা করেছে।

জিয়াউর রহমান শেখ হাসিনাকে এদেশে আসতে না দিলে আওয়ামীলীগের জন্ম হতোনা। এমনকি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে জামায়াত ইসলামসহ কোন দল রাজনীতি করার সুযোগ পেত না। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টিপু বলেন, “আগামী জাত নির্বাচন ভোট সহজ হবে না।

ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া সব শক্তি এক হয়ে ষড়যন্ত্র করবে। কিন্তু আমরা ভয় পাই না। অতীতেও তারা এক হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এবারও আমরা ষড়যন্ত্র মোকাবেলা করেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো।

সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ছাত্রদল, যুবদলকে আরও সংগঠিত করতে হবে। নতুন প্রজন্মই বিএনপির আসল শক্তি। তরুণদের ওপর ভর করেই আগামী দিনের রাজনীতি হবে।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত তাইফুল ইসলাম টিপু ওই ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ ও গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন।

এ সময় সাধারণ মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করে এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহব্বায়ক শামীম সরকারসহ কয়েক হাজার নেতাকর্মী।

তার নির্বাচনী প্রচারণা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থানীয় ভোটারদের আস্থা বাড়িয়ে তুলেছে। নেতাকর্মীরাও মনে করছেন, তাইফুল ইসলাম টিপু যদি মনোনয়ন পান, তাহলে নাটোর-১ আসনে বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

Exit mobile version