Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় হাইদগাঁও কবিরাজ শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি::

পটিয়া উপজেলার হাইদগাঁও কবিরাজ শ্যামাচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বিকালে শিক্ষা কর্মকর্তা বাবু বিশু দের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ, জে,ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,মাইমুনুল ইসলাম মামুন, প্রধান বক্তা হাইদগাঁও ইউনিয়নের গ্রাম আদালতের বিচারিক দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ভূমি দাতা বাবু দয়ানন্দ দেবব্রম্মন, সমাজ সেবক মুক্তার হোসাইন, শহীদ আব্দুস সবুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু সিদ্দিক, রাজনীতিবিদ মহিউদ্দিন, ছাত্রনেতা সাকিব ও রাকিব, সুলিন দেব বিশু বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী চৌধুরী,সহকারি শিক্ষিকা বাবলি চৌধুরী, বাবলা চৌধুরীর পরিচালনায় অভিভাবিকাদের মধ্যে বক্তব্য রাখেন রোজিনা দাস, শিমু বিশ্বাস, হালিমা বেগম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন বলেন,

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পড়াশোনায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন সচেতন মা সন্তানের সুশিক্ষা ও চারিত্রিক গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
তিনি সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।।

Exit mobile version