Site icon দৈনিক এই বাংলা

নাটোরের বড়াইগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ

আল আমিন,নাটোর প্রতিনিধি::

নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর এক হিন্দু শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগ উঠেছে সুমির কুমার মন্ডল নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার শিক্ষাথী ও অভিভাবকের আয়োজনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার দাড়িকুশি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সুমির কুমার মন্ডল ওই বিদ্যালয়ের হিন্দু শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক। ওই শিক্ষককে সাত কর্ম দিবসের মধ্যে জবাব
দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

মানববন্ধন সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ছেলেদের ওয়াশরুমে ঢুকে একে অপরকে জড়িয়ে ধরে।

আরো দুই সহপাঠি বিষয়টি দেখে ফেলে বিষয়টি তারা সুমির কুমার মন্ডলকে জানায় তারা। সুমির কুমার মন্ডল বিদ্যালয়ের ৪র্থ তলায় ওই হিন্দু শিক্ষার্থীকে ডেকে নিয়ে গিয়ে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে বাবা-মাকে জানানোর হুমকি দেয়।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, সহপাঠি একটি ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। এটা তিনি মেনে নিতে না পেরে আমাকে ক্লাশ করার নাম করে বিদ্যলয়ের ৪র্থ তলায় ডেকে নিয়ে অনৈতিক কু-প্রস্তাব দেয়। আমি এই ঘটনার জন্য বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতির উপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষক মুজিবর রহমানকে আহব্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

এই কমিটি ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ভাবে সুমির কুমার মন্ডলকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সুরাইয়া আক্তার ভাবনা নামের এক শিক্ষার্থী বলেন, আমরা পরিবারের নিকট থেকে শিক্ষকের নিরাপত্তায় বিদ্যালয়ের আসি।শিক্ষক যদি এরকম করে তাহলে আমরা কোথায় গিয়ে পড়া-লেখা করব।আমরা এই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

আব্দুল মতিন নামের অভিভাবক বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমারা ছেলে- মেয়েদের মানুষ করার জন্য শিক্ষকের নিকট পাঠাই। তারাই যদি এই ধরনের কর্মকান্ড করে আমরা কিভাবে ছেলে মেয়েদের পাঠাব।

শিক্ষক সুমির কুমার মন্ডল বলেন, ওই মেয়েটি হিন্দু হয়ে মুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে অনৈতিক কর্মকান্ড করেছে। আমি নিষেধ করায় আমার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version