Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে হাজারো মহিলা দলের নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়।পরে শহরের দলীয় অফিসে সমাবেশ বর্ষপূর্তীর কেক কাটেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,

সভায় বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Exit mobile version