Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় ঝুঁকিপূর্ণ সেতু পথচারী ও শিক্ষার্থীদের মৃত্যুফাঁদ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::

পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের গোলক প্রতিমা ছড়ার উপর নির্মিত কালভার্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বছর খানেক আগে সেতুর মাঝ বরাবর দুটি অংশ ভেঙে পড়লেও এখনো তা মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ভাঙা অংশে জোড়াতালি দেওয়া কাঠের টুকরোই পথচারী ও শিক্ষার্থীদের একমাত্র ভরসা। অন্য অংশে রয়েছে ফাঁকা গর্ত, যার তলদেশ দিয়ে সহজেই দেখা যায় আকাশ। প্রতিদিন পানছড়ি বাজার থেকে কলাবাগান হয়ে অক্ষয় পাড়া, নাপিতা পাড়া, সুপারি বাগানসহ সাত-আটটি গ্রামের মানুষ বাধ্য হয়ে এই ভাঙা সেতুতেই চলাচল করছে। তাছাড়া পানছড়ি বাজার উচ্চ, বিদ্যালয়, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও পানছড়ি সরকারি ডিগ্রী কলেজে এসব এলাকা থেকে শত শত শিক্ষার্থীর আসা- যাওয়া।

স্থানীয়দের অভিযোগ, কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশুসহ শিক্ষার্থীরা ভয়ে ভয়ে পার হয়। সন্ধ্যার পর অন্ধকারে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা। এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত ব্যবস্থা নিয়ে কালভার্টটি যেন চলাচলের উপযোগী করা হয়। নতুবা বড় কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।

উচিত মনি চাকমা, চেয়ারম্যান ৩নং পানছড়ি ইউনিযন) তিনি বলেন, গোলক প্রতিমাছড়া ছড়া কালভার্টের উপরের দুটি অংশ ভেঙ্গে পড়ে গেছে। কাঠের টুকরো দিয়ে জোড়াতালির মাধ্যমে ঝুকিপুর্ন ভাবে চলাচল করছে। কালভার্টটির নিচের অংশ ও পিলার পুরোই ভাঙ্গাচোরা।কালভার্টটি জরুরী ভিত্তিতে মেরামত বা নতুনভাবে নির্মানের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তিনি।

Exit mobile version