খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শনিবার( ০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখা’র আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়’র অডিটরিয়মে জেলা পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে জেলা গাইড কমিশনার ত্রিনা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
উক্ত অধিবেশনে গার্লস গাইড’র সদস্য সচিব লাকী চাকমার সঞ্চালনায় খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও গাইডার টুলু মারমা স্বাগত বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা,
প্রাক্তন জেলা গাইড কমিশনার, শ্রীলা তালুকদার, সদর উপজেলা’র স্থানীয় কমিশনার রুশদীনা আখতার জাহান।
এসময় অতিথিরা বলেন “নারী শক্তি জাগরণের অন্যতম প্রতীক বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। গাইড মেয়েদের নেতৃত্বের সাহস, অনুপ্রেরণা দিয়ে সমাজে সঠিক ভাবে পরিচালনা করতে সহায়তা করে।
উক্ত অধিবেশনে আরও উপস্থিত ছিলেন
খাগড়াছড়ির জেলা উপজেলার গাইডার,স্থানীয় কমিটির কমিশনারসহ বিভিন্ন স্তরের গার্ল গাইডস সদস্যবৃন্দ।