Site icon দৈনিক এই বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বিপ্লব হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে একটি মুবারক র‍্যালি বের করা হয়।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই মুবারক র‍্যালি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি এই মুবারক র‍্যালির আয়োজন করে। এ সময় কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং তালাবায়ে আরাবিয়া’র সেক্রেটারি আব্দুর রউফসহ অনেকে উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, ‘এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতি বছর এই দিনে র‍্যালি করে মহানবীর আদর্শ স্মরণ করি। এর মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তার আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামিক সমাজ গঠনে তারা ভূমিকা রাখবে।’

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘যে সমাজে রাসুল (সা.) আগমন করেছিলেন, সেটি ছিল অনাচার ও অপবিত্রতায় পূর্ণ। তিনি সেই সমাজকে একটি আদর্শ ও নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন। আমাদের এই উদযাপন শুধু র‍্যালিতে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং রাসুলের আগমনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। ঐক্যবদ্ধভাবে তার আদর্শের সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করা উচিত।’

Exit mobile version