খাগড়াছড়ি প্রতিনিধি::
শনিবার সকালে ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুছ বের হয়।
জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদের মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআত’র আয়োজনে অনুষ্ঠিত জুলুছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআত’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি, মাওলানা মোঃ আবু তাহের আনছারী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা’র সহ-সভাপতি মো. আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।