Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে বাস চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু

::: চট্টগ্রাম ব্যুরো :::

চট্টগ্রাম শহরে দ্রুতগামী বাসের চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানা এলাকার ক্যান্টনম্যান্ট পাবলিক মোড়ে হাটহাজারী থেকে নিউমার্কেটগামী একটি বাসের ধাক্কায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

নিহত সাকিয়াতুল কাউছার (৪৮) হাটহাজারী উপজেলার কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সরওয়ার কামালের স্ত্রী। চট্টগ্রামে পরিবার নিয়ে  অক্সিজেন চক্রেসো আবাসিক এলাকায় থাকেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান জানান, ওই নারী রাস্তা পার হওয়ার সময় নিউমার্কেটগামী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় লোকজন বাসটি আটক করে চালক মো. রাজিবকে পুলিশে সোপর্দ করেছে বলে জানান ওসি।

Exit mobile version