Site icon দৈনিক এই বাংলা

অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ,তদন্ত প্রতিবেদনে ৯ সুপারিশ

::: নাদিরা শিমু :::

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে  জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান।

তদন্ত প্রতিবেদনের বিষয়ে  বিস্তারিত কিছু বলেন নি তদন্ত কমিটির সদস্যরা।  তবে এই প্রতিবেদনে এমন দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান জানান, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার সকালে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে এই দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে। তবে এই মুহূর্তে প্রতিবেদনের বিষয়ে আর বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন। ঘটনার দিন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Exit mobile version