Site icon দৈনিক এই বাংলা

মহেশপুরে আনন্দ মিছিল ও ঢাকঢোলের তালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আজাদ,মহেশপুর, ঝিনাইদহ:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাসস্ট্যান্ড চত্তরে এসে শেষ হয়, যেখানে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনির সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি তরফদার তৌফিক মাহামুদ বিপু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নার্গিস সুলতানা দিপা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের আগে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচি পালিত হয়।

র‌্যালি ও পথ সভার মাধ্যমে নেতৃবৃন্দ বিএনপির ৪৭ বছরের সংগ্রাম, সাফল্য ও দলের প্রতিষ্ঠাতাদের অবদান স্মরণ করেন। অনুষ্ঠানটি অঞ্চলের নেতাকর্মী ও জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Exit mobile version