বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর থেকে গণধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা গণধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীরের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশের তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার ওপর হামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা ক্ষমতাসীনদের মদদপুষ্ট সন্ত্রাসীরা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নুরসহ গণধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর আবারও হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ, জনগণ রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এ সময় নেতাকর্মীরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন— “ভিপি নুরের ওপর হামলার বিচার চাই”, “১৪ দল নিষিদ্ধ করতে হবে”, “গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলবে না”।
বক্তারা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকা ব্যক্তিদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা ঘোষণা দেন, আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকেই শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হবে।
কর্মসূচিতে জেলা গণধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।