Site icon দৈনিক এই বাংলা

নীলফামারীতে ইপিজেড শ্রমিক হত্যার প্রতিবাদে ইসলামী শ্রমিক আন্দোলনের বিক্ষোভ

সেলিম রেজা, নীলফামারী:

নীলফামারীতে উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) যৌথবাহিনীর হাতে শ্রমিক হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে সংগঠনটির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব। তিনি বলেন, “শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মোঃ লুৎফর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি ফয়জুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা শ্রমিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।

Exit mobile version