Site icon দৈনিক এই বাংলা

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা::

বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত আইনজীবীরা।

বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলহাজ মো. নুরুল আমিন।

তিনি বলেন, ২০২৩ সালে ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও শহিদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে তারা। এ ঘটনার মামলায় ১২ জন আইনজীবী আসামি ছিল। আসামিরা সবাই আওয়ামী লীগের পদধারী নেতা।
কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মজিবর রহমান, ইমরান হোসেন, এম মজিবুল হক কিসলু, সাইমুল ইসলাম রাব্বি, আমিরুল ইসলাম মিলন, আব্দুর রহমান খোকন, হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, হুমায়ুন কবির পল্টু, মো. মামুন মোল্লা এবং জুনায়েদ জুয়েল।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান আসামি করে ১৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম।

এই মামলায় ১২ জন আইনজীবীকে আসামি করা হয়।

Exit mobile version