Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়িতে সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১লা সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) খাগড়াছড়ি সদরস্থ মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের মাঠ প্রাঙ্গণে জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান। জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম , সৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরা, সাবেক ছাত্র নেতা প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা সহ প্রমূখ।

সমীরণ দেওয়ান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই আসনটি বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Exit mobile version