আল আমিন, নাটোর প্রতিনিধি ::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলা ভাষা থাকবে যতদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, কেউ তারেক রহমানের বিএনপি খালেদা জিয়ার বিএনপি জিয়াউর রহমান এর বিএনপিকে কিছু করতে পারবে না।
তিনি আজ রবিবার জেলা বিএনপির আয়োজনে শহরের কানাইখালী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ,বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।