Site icon দৈনিক এই বাংলা

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে ১৮ দিনে ৫ ছিনতাই ও চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দীপক কুমার সরকার:

বগুড়া: বগুড়ার শেরপুর-ধুনট সড়কে মাত্র ১৮ দিনের ব্যবধানে পাঁচটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের টহল জোরদার না থাকাকে দায়ী করছেন।

পরপর ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা

ভুক্তভোগী ও এলাকাবাসীর বক্তব্য

ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম জানান, তিনি ব্যবসায়িক কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। তিনি অবাক হয়ে বলেন, “আমি যতদূর জানি এই সড়কে পুলিশি টহল থাকে। তাহলে এতগুলো ঘটনা পরপর ঘটলো, অথচ পুলিশ কিছুই জানতে পারল না। এটি মেনে নেওয়ার মতো নয়।”

স্থানীয়রা বলছেন, এই সড়কে এখন রাতে তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version