Site icon দৈনিক এই বাংলা

নাটোরে ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

সাত দফা দাবি বাস্তবায়নের জন্য নাটোরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

আজ ২৬ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে এ স্মারক লিপি প্রদান করে নাটোর জেলা কমিটির নেতাকর্মিরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রাকিবুল ইসলামসহ পরিষদের সদস্যরা। স্মারক লীপিতে উল্লেখিত সাত দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা’র সদয় নির্দেশনার অনুরোধ জানান জেলা শাখার নেতারা।

Exit mobile version