স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর সাদমান সাকিব সাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদরঘাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. জমির আহমদ (৩০) ও দেবপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে মো. মায়েদ মিয়া (৩৪)। অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।
তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ৫৩ হাজার ৯০০ টাকা, একটি কলকি ও চারটি কাঁচি উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
