Site icon দৈনিক এই বাংলা

নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

এই উপলক্ষে আজ ২৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিন করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন এর সভাপতিত্বে মাতৃদুগ্ধ নিয়ে আলোচনা করেন নাটোর সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমনা সরকার।

এসময় বক্তব্য রাখেন, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার নেলী, উপ-সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা শিশুর মানসিক বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরেন।

Exit mobile version