আল আমিন, নাটোর প্রতিনিধি :::
নানা সংকট, অনিয়ম ও অব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় জানতে নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান।
আজ রবিবার দুপুরে তিনি হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সম্প্রতি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী, ঔষুধ সংকট এবং হাসপাতালের নোংড়া পরিবেশসহ নানা অব্যবস্থাপনার বিষয়টা স্বাস্থ্য
বিভাগের নজরে আসে। এরপর বিষয়গুলো সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দিতে নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ।
এ জন্য হাসপাতাটির সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন। হাসপাতালের জনবল সংকট, খাবার সংকট, ঔষুধ সংকটসহ অব্যবস্থাপনার বিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি। এবং খুব দ্রুতই সদর হাসপাতালটির সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিদর্শনের সময় ভিডিও ধারণ করতে নিষেধ করার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন ।