স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডার। আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার আর.ডি. হল এলাকার মোস্তফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) এবং আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব মাদকদ্রব্য স্থানীয়ভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত দুই আসামি ও জব্দকৃত মদ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, মাধবপুরে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
