Site icon দৈনিক এই বাংলা

নাটোর চিনিকলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যকর নাটোর সুগারমিলে প্রায় ১ কোটি টাকা সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় অন্যতম প্রধান আসামি ডাকাত সর্দার নাজমুল (৩২)কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব- ৪।

গত বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত নাজমুল হুদা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়,গত ৩ জুলাই রাতে নাটোর সুগার মিলের সকল নিরাপত্তা কর্মীকে হাতমুখ বেঁধে জিম্মি করে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সুগার মিলের ৯০ লক্ষ ৪০ হাজার টাকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় সারাদেশে চাঞ্চল্যর সৃষ্টি করে। ঘটনার পরপরই র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে তদন্ত টিম ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলকে সনাক্ত করতে সক্ষম হয় এবং এই দুর্ধর্ষ ডাকাতির অন্যতম প্রধান নাজমুল হুদাকে সাভার থেকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায় যে, ডাকাত দলের সদস্যরা ডাকাতিকালে নাটোর সুগারমিলের কারখানার ভিতরের মেইন গেট ভেঙ্গে প্রবেশ করে কারখানার ১০ জন নিরাপত্তা প্রহরীদের হাত ও মুখ বেঁধে সকলকে একত্রিত করে অন্য রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে এবং কিছু প্রহরীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্য এলোপাতারি মারপিট করে আটকে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা কারখানার ভিতরে থাকা গুরুত্বপূর্ণ দামি মালামাল- মিল হাউজ গান মেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যাহার আনুমানিক মূল্য নব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা জোরপূর্বক পিকআপ ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিনই নাটোর সদর থানায় পেনালকোডের ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় মামলা রুজু হয়।

Exit mobile version