Site icon দৈনিক এই বাংলা

ফটিকছড়ি চুরির ‘সন্দেহের’ জেরে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত-২ 

Oplus_131072

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক::

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির ‘সন্দেহের’ জেরে মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমবয়সী মানিক ও রাহাত নামের আরও দুই কিশোরকে পিটিয়ে জখম হয়। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার চেঙ্গের ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই এলাকার সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনার পর সন্দেহজনক নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসময় মাহিনকে বাঁচাতে আসলে তাঁর বাবা ও মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর আগে ওই কিশোরের বাবা সেখানে ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এমনকি মাহিন মৃত্যুর আগে পানি পান করতে চাইলেও তাকে তা দিতে বাধা দেওয়া হয়।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্দেহবশত তাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুস্থ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে পিটানো হয়। এতে মাহিন নামের এক তরুণের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।” ওসি আরও বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

Exit mobile version