Site icon দৈনিক এই বাংলা

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আজ সকাল ১০ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর একটি র‍্যালি বের করে । র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ডিসি পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আসমা শাহিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলামসহ মৎস্য চাষীগন।

Exit mobile version